বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় ৩ কোটি টাকা টোল আদায়

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ২২:৫২

টাঙ্গাইল প্রতিনিধি

উত্তরবঙ্গের প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুতে গত বছরের ঈদের তুলনায় এবছর দুই কোটি ২৯ লাখের উপরে টোল আদায় হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের পরিমান বেশি থাকায় গত ৩২ ঘণ্টায় সেতু দিয়ে ৩২ হাজার ৫২৭টি ছোট বড় যানবাহন চলাচল করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা হতে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ২ কোটি ২৯ লাখের উপর। এই সময়ে ছোট-বড় মিলিয়ে পরিবহনের সংখ্যা ছিল ৩২ হাজার ৫২৭টি।

আবার মঙ্গলবার সকাল ৬টা হতে দুপুর ২টা পর্যন্ত সেতু দিয়ে পরিবহন পারাপার হয়েছে ১০ হাজার ১৭৫টি। আর টোল আদায় হয়েছে ৬৯ লাখ টাকা। সব মিলিয়ে গত ৩২ ঘণ্টায় ৪২ হাজার ৭০২টি পরিবহন সেতু পার হয়েছে। যা টোল আদায়ের পরিমান তিন কোটি টাকা। 

তবে এবছর সেতু পারাপারে ট্রাকের সংখ্যা ছিল বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। যা গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এবছর টোল আদায় বেড়েছে। মহাসড়কে পরিবহন বেশি থাকায় টোল আদায় বেড়েছে। তবে মহাসড়কে ট্রাকের সংখ্যা ছিল বেশি। 

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত