২০ আগস্টের টিকিটের চাহিদা বেশি

প্রকাশ | ০৭ আগস্ট ২০১৮, ১৪:০৪

অনলাইন ডেস্ক
ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ মঙ্গলবার (৭ আগস্ট)। সবার আগ্রহ আগামী ২০ আগস্টের টিকিটের দিকে। তবে ঘরমুখী টিকিট প্রত্যাশী মানুষের ভীড় কমই দেখা গেছে টিকিট কাউন্টারগুলোতে।

মঙ্গলবার সকাল থেকে সরেজমিনে ঘুরে এ তথ্য জানা গেছে। ২২ আগস্ট ঈদের দির ধরে বেশির ভাগ মানুষ ১৯ ও ২০ তারিখের টিকিট চাইছেন বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মীরা।

প্রতি বছরই টিকিট নিয়ে হাহাকার এবং এক রকম ‘যুদ্ধাবস্থা’ থাকে। এবার ঈদুল আজহা উপলক্ষ্যে সে রকম চিত্র দেখা যাচ্ছে না। যদিও অধিকাংশ যাত্রীর অভিযোগ, কাঙ্ক্ষিত রুটে কাঙ্ক্ষিত তারিখের টিকিট মিলছে না। এসি বাসের টিকিট চাইলেও মিলছে না।

গাবতলী হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, চাকুরজীবীরা ২০ তারিখ রাতের টিকিট চাচ্ছেন বেশি। সবাই যদি একই তারিখের টিকিট চান তবে তা পূরণ করা কঠিন। আমরা চেষ্টা করছি সবাইকে টিকিট দেয়ার।

এসআর ট্রাভেলস এর ম্যানেজার মো. আমিন নবী জানান, টিকিটের দাম বিআরটিএ কর্তৃক নির্ধারিত। যারা বগুড়ার টিকিট পাচ্ছেন না কিংবা ভাল মানের টিকিট চাচ্ছেন তাদেরকে একই রুটের অন্য জেলার টিকিট দেয়া হচ্ছে।

একই অবস্থা ডিপজল, নাবিল, টিআর ট্রাভেলস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, শাহজাদপুর ও পাবনা এক্সপ্রেসে।