রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১৭:১৬

রাজশাহী প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা রোধে সারাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রুমা (২২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

নিহত রুমা খাতুন গোদাগাড়ী প্রাণ জুস ফ্যাক্টরির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোদাগাড়ী উপজেলার কাদিপুর গ্রামের বাদশার মেয়ে।

গোদাগাড়ী থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পল্লি বিদ্যুতের এজিএমের গাড়ি যাচ্ছিলো। গাড়িটি কাদিপুরে পৌঁছলে রাজশাহী-চাঁপাইনবাগঞ্জ মহসড়কের পাশে দাঁড়ানো রুমা খাতুনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়টিকে আটক করে। নিহত রুমার লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম সবলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত