লালমনিরহাটে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৮, ১৬:৩১

লালমনিরহাট প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই দাবিতে লালমনিরহাটে শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

শনিবার সকাল ১০টার দিকে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থীরা শহরের মিশন মোড় চৌরাস্তায় অবস্থান নেয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা ঢাকা-বুড়িমারী মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শুরু হয় গাড়ির লাইসেন্স পরীক্ষা। বেড়ে যায় জানজট। এ সময় ট্রাফিক পুলিশ গাড়ির কাগজ পত্র যাচাই করতে শিক্ষার্থীদের সহায়তা করে।

শিক্ষার্থীদের কর্মসূচীতে জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান ও জেলা ছাত্রলীগের সভাপতি আবু বক্কর একাত্মতা ঘোষণা করেন।

এ দিকে গাড়ি না থামানোর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যন্ড) সামিউল আমিন-এর সরকারি গাড়ির পিছরের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।

লালমনারহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের একটি গাড়ির পিছনের গ্লাস ভাংচুর হয়েছে। তবে জেলা পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে চলে গেছে।

সাহস২৪.কম/রিয়াজ