সাতক্ষীরায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৮, ১২:৫৭

সাতক্ষীরা প্রতিনিধি

‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং তাদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। স্লোগানে তারা বলতে থাকে বেপোরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসির দাবি তোলেন। এছাড়া দুর্ঘটনা প্রবন এলাকায় স্পিড ব্রেকার, ফিটনেস বিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী নেওয়া, সারাদেশে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যাবস্থা করার দাবি জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত