ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা

প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১১:৪৫

সাহস ডেস্ক

নিজেদের জীবনের নিরাপত্তা নেই, রাস্তা বের হলেই শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করে, গাড়ির শ্রমিকদের বেধড়ক মারধর করে। এসব সমস্যা সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে পরিবহন শ্রমিকরা। তাদের দাবি, শ্রমিক হিসেবে তাদের জীবন নিরাপত্তা নিশ্চিত করা না হলে তারা রাস্তা থেকে সরবেন না।

বুধবার (১ আগস্ট) সকাল ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইবোর্ড এলাকায় রাস্তা অবরোধ করে রাখে শ্রমিকরা।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে সকাল থেকে ঢাকা থেকে চট্টগ্রাম গামী কোনো যাত্রীবাহী গাড়ি ছেড়ে যেতে পারছে না। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কোন গাড়িও ঢাকায় প্রবেশ করতে পারছে না। এছাড়া চলাচল করছে না কোন লোকাল যাত্রীবাহী বাসও।

এদিকে নৌমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ ও ঘাতক বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ফার্মগেট এলাকায় সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে। মোহাম্মদপুরে শিক্ষার্থীরা সকাল নয়টার দিকে মিছিল বের করেছে। গতকালের মতো সারা ঢাকায় আজও বাস কম দেখা যাচ্ছে।

আজ বুধবার (১ আগস্ট) সকালে মিরপুর, শ্যামলী, মহাখালী, বিজয় সরণি, উত্তরা, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। কয়েকটি বাস এলেও তাতে সবাই উঠতে পারছেন না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত