রাজশাহীর নগরপিতা লিটন

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ০১:১৬

সাহস ডেস্ক

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটনকে নগরপিতা নির্বাচিত করেছেন ভোটাররা। মোট ১৩৮টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফল  অনুসারে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের চেয়ে ৮৭ হাজার ৩শ ৯৬ ভোট বেশি পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। খায়রুজ্জাহান লিটন  পেয়েছেন  মোট ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। অন্যদিকে মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭০০ ভোট।

সোমবার (৩০ জুলাই) রাতে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

যদিও নির্বাচনে বুলবুল নিজের ভোটাধিকার প্রয়োগ করেননি। একইসঙ্গে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে তিন সিটিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে গণসংহতি আন্দোলনের প্রার্থী মুরাদ মোর্শেদ (হাতি) পেয়েছেন ১ হাজার ৫১ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৩ ভোট। বাংলাদেশ জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হাবিবুর রহমান (কাঁঠাল) পেয়েছেন ৩২০ ভোট।  নির্বাচনের সর্বমোট ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৫০ হাজার ৮৫১।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত