বরিশালের নগরপিতা সাদিক আব্দুল্লাহ

প্রকাশ | ৩১ জুলাই ২০১৮, ০১:০৬ | আপডেট: ৩১ জুলাই ২০১৮, ০১:৩৯

অনলাইন ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলে বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ সাত হাজার ৩৫৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ১৩৫ ভোট।

‌সোমবার (৩০ জুলাই) রাত ১২টার দি‌কে রিটা‌র্নিং অ‌ফিসার মো. মু‌জিবুর রহমান এ ফলাফল ঘোষণা ক‌রেন।

নির্বাচ‌নে ১২৩টি ভোট কে‌ন্দ্রের ১০৭টি ভোট কে‌ন্দ্রের ফলাফল ঘোষণা কর‌লে, আওয়ামী লীগ প্রার্থী ‌‌সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ পে‌য়ে‌ছেন এক লাখ সাত হাজার ৩৫৩ ভোট। বিএন‌পির মেয়র প্রার্থী ধা‌নের শীষ প্রতী‌কে মো. ম‌জিবর রহমান সরওয়ার পে‌য়ে‌ছেন ১৩১৩৫ ভোট। ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ মেয়র প্রার্থী হাত পাখা প্রতী‌কে ওবাইদুর রহমান (মাহবুব) পে‌য়ে‌ছেন ছয় হাজার ৪২৩ ভোট। বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল (বাসদ) মেয়র প্রার্থী মনীষা চক্রবর্তী পে‌য়ে‌ছেন এক হাজার ৯১৭ ভোট। জাতীয় পা‌র্টি (জাপা) মেয়র প্রার্থী মো. ইকবাল হো‌সেন পে‌য়ে‌ছেন ৬১৯ ভোট। বাংলা‌দেশ ক‌মিউ‌নিস্ট পা‌র্টির মেয়র প্রার্থী কা‌স্তে প্রতীক নি‌য়ে আবুল কালাম আজাদ পে‌য়ে‌ছেন ২৪৪ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী হ‌রিণ প্রতীক নি‌য়ে ব‌শির আহ‌মেদ ঝুনু পে‌য়ে‌ছেন ৮১ ভোট।