বরিশাল সিটিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে : সাদিক

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১০:৩৩

সাহস ডেস্ক

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আজ সোমবার (৩০ জুলাই) সকালে সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাদিক এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে, এটা আমার বিশ্বাস। এই নির্বাচনে উন্নয়নের পক্ষে সাধারণ মানুষের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে নৌকা জিতবে ইনশাআল্লাহ।’

নির্বাচন কমিশন সূত্র জানায়, বরিশাল সিটি করপোরেশনে দুই লাখ ৪২ হাজার ৬৬৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ২১ হাজার ৪৩৬ ও নারী ভোটার এক লাখ ২০ হাজার ৭৩০ জন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবায়দুর রহমান মাহবুব (হাতপাখা), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী (মই) ও জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল)।

বরিশাল সিটিতে ৩০টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে ১২৩টি ভোটকেন্দ্র ও ৭৫০টি ভোটকক্ষ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত