ষোলো বছর আগের এক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৮:৪৯

সাহস ডেস্ক

ষোলো বছর আগের এক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জামালপুরের একটি আদালত।

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম জিললুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম সদর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন শফিকুলের ভাই সুমন মিয়া, একই গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জিন্না ও হোসেন আলীর ছেলে আবু সামা। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও দুই আসামিকে খালাস এবং মামলা চলাকালীন মারা যাওয়ায় এক আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অতিরিক্ত পিপি মো. আবুল কাশেম জানান।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ধার দেওয়া অডিও ক্যাসেট ফেরত চাওয়াকে কেন্দ্র করে আসামিরা ২০০২ সালের ২০ নভেম্বর সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ির গোপালপুর গ্রামের আজাহার আলীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরদিন আজাহার আলীর ভাই শাহজাহান আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত