বলেশ্বর নদীতে আটক চার জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৩:৪৬

সাহস ডেস্ক

সুন্দরবন ও বরগুনার পাথরঘাটার মধ্যবর্তী বলেশ্বর নদে কোস্টগার্ডের অভিযানে আটক চার জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিন হাজার টাকা করে জরিমানা করেন। তাদের বাড়ি পটুয়াখালীর মহিপুরের কোমরপুর গ্রামে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হোসেন মল্লিকের ছেলে আবদুল বারেক মল্লিক, মো. ছালেক হাওলাদারের ছেলে জহুরুল ইসলাম, আবদুল লতিফ হাওলাদারের ছেলে মেহেদী হাসান ও শাহ আলম ফরাজীর জেলে আল-আমিন।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাতে বলেশ্বর নদের রুহিতা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লাখ বাগদা পোনা ও দু’টি ট্রলারসহ ওই চারজনকে আটক করা হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয় এবং ট্রলার দু’টি নিলামে বিক্রির নির্দেশ দেয়া হয়।

জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট জহুরুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত