রাজশাহীতে বিএনপির গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণ, সাংবাদিকসহ আহত ৫

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১২:৫৯

সাহস ডেস্ক

রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা এলাকায় বিএনপির গণসংযোগস্থলে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে সাংবাদিকসহ পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, বেলা পৌনে ১১টার দিকে সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে কেন্দ্রীয় নেতারা গণসংযোগ চালাচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলযোগে মুখোশধারীরা সেখানে গিয়ে পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা দ্রুত টিকাপাড়ার রাস্তা দিয়ে পালিয়ে যায়। 

ওসি জানান, ঘটনার পর ওই এলাকায় বিএনপির গণসংযোগ বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছটি শুরু করে। এতে বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যসহ অন্তত পাঁচজন আহত হন। এদের মধ্যে আদিত্যকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত