কোটা সংস্কার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস, ছাত্র বহিষ্কার

প্রকাশ : ১৬ জুলাই ২০১৮, ১১:২৬

সাহস ডেস্ক

কোটা সংস্কার নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘উস্কানিমূলক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রবিবার (১৫ জুলাই) সিভাসুর রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বহিষ্কার করা হয়। ওই ছাত্রের নাম মীর মোহাম্মদ জুনায়েদ। জুনায়েদ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমান জানান, জুনায়েদ তার ফেসবুক ওয়ালে কোটা সংস্কার নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দেন, যা সিভাসুরর রুলস রিগারর্গিং ডিসিপ্লিন এর ১৬ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এ ঘটনায় সার্বিক পরিস্থিতি এবং অপরাধের মাত্রা বিবেচনায় জুনায়দেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত