বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধে আবারো ভাঙন

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৯:৫৪

তপু আহম্মেদ

বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধ এলাকায় আবারো দেখা দিয়েছে ব্যাপক ভাঙন।

বুধবার মধ্য রাত থেকে সেতুর পূর্ব পাড় গরিলাবাড়ী অংশে এ ভাঙন শুরু হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত এক’শ মিটার অংশ ধ্বসে ও ১০ টি বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে গত বছরের ভাঙনের ফলে দ্বিতীয় সেতু রক্ষা বাঁধটি নদী গর্ভে বিলীন হওয়ায় এখন ঝুকির মুখে পড়েছে প্রথম সেতু রক্ষা বাঁধটি। ভাঙন অব্যাহত থাকায় হুমকির মধ্যে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গবন্ধু সেতু। ভাঙন ঠেকাতে বিবিএ’র পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হলেও তা কোন কাজেই আসছে না বলে অভিযোগ করেছে স্থানীয়রা।

উল্লেখ্য, সেতুর দু’পাশের ৬ কিলোমিটার এলাকায় যেকোন ধরনের ঘটনাই সেতুর জন্যেই হুমকি হিসেবে বিবেচনা করা হয়। এর প্রেক্ষিতে ২০০৩ সালে বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় সেতুর দক্ষিণে সেতু রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে গাইড বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

সাহস২৪.কম/রিয়াজ