রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু

প্রকাশ | ০৯ জুলাই ২০১৮, ১১:১৯

অনলাইন ডেস্ক

রাজধানীর খিলগাঁও ও খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় দু’জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুলাই) দিবাগত রাত ও সোমবার (৯ জুলাই) সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার জানান, সোমবার সকালে খিলক্ষেত খাঁপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন (১৪) এক কিশোর। এসময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে থ্রি কোয়ার্টার জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।

তিনি আরও জানান, রবিবার রাতে খিলগাঁও পুলিশ ফাঁড়ির বিপরীতে রেললাইনে ঢাকাগামী একটি ট্রেন থেকে নামতে গিয়ে (৩০) এক নারী ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।

সাহস২৪.কম/আল মনসুর