মৃত্যুর কাছে হার মানলো এসিড আক্রান্ত মালা

প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ১৪:২৪

সাহস ডেস্ক

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় মহব্বত হোসেন অপু নিক্ষেপ করা এসিডে ঝলসে গিয়ে টানা এক মাস ২৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলো তানজিনা আক্তার মালা (১৭)। মালা এ বছর এসএসসি পাস করেছে। আর অপু অনার্স প্রথম বর্ষের ছাত্র।

শনিবার (৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকার মোহম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, ঢাকার সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার মালা মারা গেছে। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর আলী জানান, ময়নাতদন্তের পর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অভিযুক্ত অপুকে ২৬ মে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে অপু এসিড সন্ত্রাসের দায় স্বীকার করেছেন। 

স্থানীয় সূত্র জানায়, ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের খাসয়া গ্রামের মালার সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের অপু প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ১৪ মে রাতে ঘরের জানালা দিয়ে এসিড ছুড়ে মালাকে ঝলসে দেন অপু। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত