হাতিরঝিল থানার যাত্রা শুরু

প্রকাশ : ০৮ জুলাই ২০১৮, ০১:১১

সাহস ডেস্ক

রাজধানীতে নতুন থানা হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে হাতিরঝিল থানা। ঢাকায় এটি ৫০তম থানা। এটি পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার।

শনিবার (০৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, জননিরাপত্তা সচিব মোস্তফা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, রাজধানীর বাংলামোটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, হাতিরঝিল-বাডডা লিংক রোড, আবুল হোসেন রোড, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, পেয়ারাবাগ, দিলু রোড, মালিবাগ রেলক্রসিং, হাজিপাড়া, হোটেল সোনারগাঁও, হাতিরঝিল প্রজেক্ট, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, থানাকে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গায় পরিণত করতে হবে। এজন্য সেবার মান বৃদ্ধি করতে হবে। অন্যান্য থানাগুলোতে যেভাবে মানুষ সেবা পায় ঠিক সেভাবেই এই থানার পুলিশ সদস্যদেরও সেবার মানসিকতা থাকতে হবে।

২৭ জন  এসআই ও ৩ জন পরির্দশক নিয়ে এ থানা কার্যক্রম শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত