হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকদের অবরোধ

প্রকাশ | ০৪ জুলাই ২০১৮, ১৫:২৮

অনলাইন ডেস্ক

ভারতীয় ট্রাক চালকদের অবরোধের কারণে হিলি স্থলবন্দরে দ্বিতীয় দিনের মতো আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দরের গেট অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

ভারতীয় চালকদের অভিযোগ, গত একমাস ধরে হিলি স্থলবন্দরে চাল বোঝাই ট্রাক নিয়ে অবস্থান করলেও আমদানিকারকরা চাল খালাস করছে না। বন্দরে দীর্ঘদিন ধরে অবস্থান করায় তারা অর্থ সংকটে পড়েছেন। সীমান্ত পাড়ি দিয়ে তাদের ভারতেও যেতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ ভারতীয় ট্রাক চালকদের। দ্রুত চাল খালাস এবং চালক ও হেলপারদের কয়েকদিনের জন্য ভারতে যেতে দেয়ার দাবি মানা না হলে অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানান তারা।