গণতন্ত্রকে ব্যবহার করে নাশকতা করতে চায় বিএনপি: ইনু

প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৮:১৩

সাহস ডেস্ক

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপিকে আগে ঠিক করতে হবে আসলে তারা নির্বাচন, গণতন্ত্রে বিশ্বাস করে কিনা। আসলে নির্বাচন ও গণতন্ত্রকে ব্যবহার করে বিএনপি নাশকতা, অন্তর্ঘাত এবং অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়।

শনিবার (৩০ জুন) বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন, গণতন্ত্রের ধার ধারে না। মুলত তারা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য নির্বাচন ও গণতন্ত্রের সুযোগ নিচ্ছে। যাতে বিচার-আচারগুলো বন্ধ হয়ে যায়, যুদ্ধাপরাধীরা মুক্তি পায় এবং দুর্নীতির অপরাধে দণ্ডিত ব্যক্তিবর্গ কারগার থেকে বের হয়ে আসে।

ইনু বলেন,মূলত অপরাধীদের মুক্তি দেয়াই বিএনপির মূল রাজনীতি। সেই রাজনীতির অংশ হিসেবে সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে যে কোনো পন্থায় কারাগার থেকে মুক্তি করার চক্রান্তে তারা লিপ্ত।

দেশবাসীকে বিএনপি ও খালেদা জিয়া সম্পর্কে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সরকারের শরীক দলের মন্ত্রী বলেন, কারণ বিএনপি ও খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্রের ধার ধারছেন না।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত