অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

প্রকাশ | ২৬ জুন ২০১৮, ১৬:৪৮

অনলাইন ডেস্ক

চাঁদপুরের হাইমচর উপজেলায় পাঁচ বছর আগে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৬ জুন) জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এ রায় ঘোষণা করেন করেন। আসামিরা সবাই পলাতক।

দণ্ডিতরা হলেন- হাইমচর উপজেলার আক্তার হোসেন (২৭), অলিউর রহমান (১৯) ও রাসেল ওরফে আব্দুর রহমান (১৮)।

মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ১৭ এপ্রিল ফরিদগঞ্জ উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের আলম খানের ছেলে অটোরিকশা চালক সোহেল 

খানের পেটকাটা লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাইমচর থানার এসআই আদ্দুল হালিম থানায় একটি মামলা করেন। পরে 

লাশের ছবি দেখে সোহেলের বাবা তার পরিচয় শনাক্ত করেন।

তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।

সাহস২৪.কম/রনি