আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ পাঁচ ডাকাত আটক

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ১১:১৬

অনলাইন ডেস্ক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই মোটরসাইকেলসহ পাঁচ ডাকাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ জুন) দিবাগত রাতে তাদের আটক করা হয়। রবিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আটকদের কাছ থেকে দু’টি রিভলবার, ২২ রাউন্ড গুলি ও আটটি চেরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কন্তি চৌধুরী।

সাহস২৪.কম/রনি/আল মনসুর