রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৭:৪৫

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হলেন উপজেলার মাদক বিক্রেতা সুলতান ও তার স্ত্রী রানুয়ারা।

রবিবার রাতে উপজেলার চকছাতরী এলাকায় নিজ বাড়ি ঘেরাও করে ৫৭ পিচ ইয়াবাসহ পুলিশ তাদের গ্রেপ্তার করে। অপর দিকে সকালে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয় আবু সাইদ নামে এক যুবককে। এর মধ্যে সুলতানের নামে কেবল বাঘা থানায় চলমান ৫টি ও তার স্ত্রীর নামে দু’টি মাদক মামলা রয়েছে।

সূত্রে জানা গেছে, উপজেলার চক ছাতারি গ্রামের আব্দুল মন্ডলের ছেলে সুলতান হোসেন (৫০) ও তার স্ত্রী রানুয়ার (৪০) দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত।

রবিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানার পুলিশের একদল ফোর্স তার বাড়ি ঘেরাও করে ৫৭ পিস ইয়াবাসহ তাদের স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করে।

অপর দিকে সকালে নারায়ণপুর গ্রাম থেকে আবু সাইদ নামের এক যুবককে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। আবু সাইদের বাবার নাম সাহাত আলী বলে যানা গেছে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, গোপন সংবাদের ভিক্তিতে তাদের গ্রেপ্তার করে থানায় আনা হয়। সোমবার সকালে আবু সাইদ নামে আরেকজন যুবককে ৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে প্রত্যেকের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজাতে প্রেরণ করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত