রমজানে কোথাও কোন অঘটনা ঘটেনি: ডিএমপি কমিশনার

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৭:২৭

রমজানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আগাম পদক্ষেপের কারণে ১৭ রমজান পর্যন্ত রাজধানীর কোথাও কোন অঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

রবিবার (০৩ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে ঈদ উপলক্ষে রাজধানীর নিউমার্কেটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঈদ পর্যন্ত একই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, রমজানের ১৭তম দিন চলছে। কিন্তু ঢাকার কোথাও কোন চুরি-ডাকাতি, ছিনতাই বা অজ্ঞানপার্টির তৎপরতায় কোন ঘটনা ঘটেনি। আগাম পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে। গভীর রাত একেবারে সেহরি পর্যন্ত মানুষজন কেনাকাটা করে বাসায় ফিরছেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেউ শঙ্কিত নয়।

ঈদ জামায়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঈদের পরেও ছুটির সময়ে শপিংমল ও বাসাবাড়ির নিরাপত্তায় বাড়তি নজরদারি থাকবে বলে জানান তিনি।

সাহস২৪.কম/রনি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত