ডিমলায় অন্তসত্ত্বা গৃহবধূ হত্যায় স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৬:৩৯

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় যৌতুকের জন্য নয় মাসের এক অন্তসত্ত্বা গৃহবধূ হত্যা করার অভিযোগে স্বামী-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র রেজাউলের সাথে একই ইউনিয়নের আকাশকুড়ি তছের উদ্দিনের কন্যা কোকিলার (২৪) ৭ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর হতে কোকিলার স্বামী রেজাউল ও শাশুড়ি রেজিয়া যৌতুকের জন্য কোকিলাকে অমানবিক নির্যাতন করত।

শুক্রবার বিকেলে কোকিলার সাথে তার শাশুড়ি ও স্বামীর সাথে যৌতুকের বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে ভোর রাতে প্রতি দিনের মত কোকিলাসহ স্বামীর বাড়ির লোকজন সেহেরি খেতে উঠে। এ সময় তুচ্ছ ঘটনায় নয় মাসের অন্তসত্ত্বা কোকিলাকে স্বামী, শাশুড়ি ও শশুরবাড়ির অন্যান্য লোকেরা মারধর করলে গৃহবধূ কোকিলা নিহত হন।

খবর পেয়ে সকালে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোকিলার স্বামী রেজাউল ও শাশুড়ী রেজিয়াকে গ্রেপ্তার করে এবং কোকিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ জানান, এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত