বিমানবন্দরের জিনের বাদশা আটক

প্রকাশ : ০২ জুন ২০১৮, ১২:১৬

সাহস ডেস্ক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিহ্নিত এক প্রতারককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) সকালে বিমানবন্দর বহির্গমন টার্মিনাল এলাকা থেকে জাবেদ হোসেন (৪০) নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয় বলে জানান আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

আটক জাবেদ হোসেন (৪০) নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দিতেন।

এসময় আলমগীর হোসেন জানান, জাবেদ দীর্ঘদিন ধরেই বিমানবন্দরের বহির্গামী যাত্রীদের সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো। সে বিভিন্ন যাত্রীদের পরিবারের মোবাইল নম্বর কৌশলে সংগ্রহ করে ফোন দিয়ে বলতো, আপনার পরিবারের সদস্য বিদেশে যেতে পারবে না, এই মুহূর্তে বিকাশ করে টাকা পাঠান। এ ধরণের অজুহাতে সে নিরীহ মানুষের থেকে টাকা পাঠিয়ে নিত।

তিনি আরও বলেন, প্রতারণার জাল বিস্তার করে জাবেদ কোটি টাকার মালিক হয়ে যান। জাবেদকে এর আগেও আর্মড পুলিশ গ্রেপ্তার করেছিল। তিন মাস জেল খেটে সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আবার একই প্রতারণার কাজে নেমে পড়েন।

শুক্রবার সকালে এই কাজে আবার বিমানবন্দরে আসলে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে বিমানবন্দর আর্মড পুলিশ।

আটকের পর প্রতারণার শিকার এক যাত্রীর স্বীকারোক্তি নিয়ে সিভিল এভিয়েশনের নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাবেদকে দুই বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত