বেতনের দাবিতে রামপুরা এলাকায় সড়ক অবরোধ

প্রকাশ : ৩১ মে ২০১৮, ১৫:৫৫

সাহস ডেস্ক

রাজধানীর রামপুরা এলাকায় বকেয়া বেতনের দাবিতে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার হাজীপাড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আশিয়ানা গার্মেন্টসের শ্রমিকরা। পরে দুপুর  সোয়া ১টার দিকে তারা সড়কের দুই দিকই বন্ধ করে দেয়। এতে একদিকে মালিবাগ ও অন্যদিকে উত্তর বাড্ডা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে।

আশিয়ানা গার্মেন্টসের শ্রমিক নাজমা জানান, আজকে (৩১ মে) আমাদের বকেয়া বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু বেতন দেওয়া হয়নি। আমাদের বোনাসও  দেওয়া হয়নি। তাই আমরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছি।

রামপুরা থানার ডিউটি অফিসার এসআই মুকুল মিয়া জানান, গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকে রাস্তায় বসে ছিল। দুপুরের দিকে তারা রাস্তার দুই পাশেই অবরোধ করে  অবস্থান নেয়। আমারা রাস্তা খুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত