প্রতারণার দায়ে চাঁপাইনবাবগঞ্জে গ্রেপ্তার ১

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১০:১৬

বিভিন্ন মন্ত্রী, এমপি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার নামে পত্র, আধাসরকারি পত্র (ডিও) ব্যবহার করে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে দুরুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি গৌরশংকরপুর গ্রামের মৃত. অনু মন্ডলের ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় জব্দ হয় জাল সনদ, নিয়োগপত্র, ডিও লেটারসহ বিভিন্ন কাগজপত্র। 

শুক্রবার বিকেল সাড়ে চারটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ গ্রেপ্তারকৃত আসামিকে হাজির করে প্রতারণার বিষযটি বর্ণনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম।

তিনি বলেন, অর্থের বিনিময়ে পুলিশসহ বিভিন্ন সরকারি চাকুরী প্রদান, বিদ্যালয় এমপিওভূক্তকরণ ইত্যাদি ব্যাপারে একটি প্রতারক চক্রের তৎপরতার ব্যাপারে অভিযোগ পাবার পর পুলিশ অভিযান শুরু করে। জেলা সদরের ভবানীপুরের আশরাফুল হকের ছেলে আলফাজ আলীর (২০) অভিযোগে দুরুলকে গ্রেপ্তার ও কিছু জাল কাগজপত্র উদ্ধারের মাধ্যমে তদন্তে অগ্রগতি হয়েছে। পুরো চক্রটি আটকে অভিযান চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও পুলিশ জানিয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত