এবার রাজধানীতে শুরু মাদকবিরোধী অভিযান

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৫:২৪

সাহস ডেস্ক

দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এবার রাজধানীতে শুরু হলো মাদকবিরোধী অভিযান।

বৃহস্পতিবার (২৪ মে) ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ অভিযানের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কোনো মূল্যে মাদকের আগ্রাসন থেকে জনগণকে মুক্ত করাই এ অভিযানের উদ্দেশ্য। মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা একটি 

তালিকা তৈরি করেছে। এ তালিকা অনুযায়ী দেশের সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে যেই যুক্ত হোক, তাকে শাস্তি পেতেই হবে।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রমজানে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মানুষ গভীর রাত পর্যন্ত শপিংমলে কেনাকাটা করছে। এখন পর্যন্ত রাজধানীতে ছিনতাই বা অপকর্মের 

কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মাদকবিরোধী অভিযানের উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন গাড়িতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন। রাজধানীতে মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির 

কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত