দুই মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

প্রকাশ | ২২ মে ২০১৮, ১৩:৪৯

অনলাইন ডেস্ক

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতা ও মানহানির দুই মামলায় জামিনের আবেদন শুনানির জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।

আজ মঙ্গলবার (২২ মে) সংশ্লিষ্ট বেঞ্চের অনুমতি নিয়ে আবেদন দুটি শাখায় দাখিল করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
 
জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগষ্ট জন্মদিন পালন অভিযোগে এ মামলা দুটি দায়ের করা হয়। দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের নির্দেশ দিয়ে  ৫ জুলাই শুনানির জন্য দিন ধার্য রেখেছে ঢাকার হাকিম আদালত। দীর্ঘ সময় দিয়ে দিন ধার্য রাখায় হাইকোর্টে জামিন চাওয়া হয়েছে বলে জানান কায়সার কামাল।

সাহস২৪.কম/রনি/আল মনসুর