আগৈলঝাড়ায় পিতার অভিযোগে মাদকসেবী পুত্র গ্রেপ্তার

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৩:০২

বরিশালের আগৈলঝাড়ায় পিতার দেওয়া অভিযোগের ভিত্তিতে মাদকসেবী পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভ্রাম্যমান আদালতে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের নুরুল হক ফকিরের ছেলে আমিনুল ইসলাম ফকির (২২) মাদক সেবনের জন্য পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে প্রায়ই ঘরের আসবাবপত্র ভাংচুর করত। এরই ধারাবাহিকতায় পুত্রের আচারণে অতিষ্ট হয়ে পিতা নুরুল হক ফকির পুত্র আমিনুলের বিরুদ্ধে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

পিতার অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের এসআই গাজী নজরুল ইসলাম মাদকসেবী আমিনুলকে মাদক সেবনরত অবস্থায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। 

গ্রেপ্তারকৃত মাদকসেবী আমিনুলকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তারকৃতকে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত