চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশ | ১৭ মে ২০১৮, ১৮:৫৮

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বিজিবি এবং র‌্যাবের পৃথক অভিযানে ১০৩৩ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ মে) রাত ১১টার দিকে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ মিজানুর ও মমিনুর নামের দু’জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শিবগঞ্জের উনিশবিঘী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩০) ও একই উপজেলার চাকপাড়া গ্রামের কাশেদ আলীর ছেলে মমিন আলী (১৯)।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার জানান, ভোর চারটার দিকে সদর উপজেলার নীশিপাড়া চর এলাকায় ফাঁদ পেতে ৫২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বাখেরআলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এসময় ১০/১৫ জন ফেন্সিডিল চোরাকারবারী বিজিবির ধাওয়ায় ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে গেলে কাউকে আটক করা যায়নি।

অপরদিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার মোহাম্মদ সাইদ আবদুল্লাহ আল মুরাদ জানান, বুধবার রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার জামতলা ব্রীজের চাকপাড়া সীমান্ত ফাঁড়িগামী সড়কের পাশের একটি কলাবাগানে অভিযান চালিয়ে ৫০৫ বোতল ফেন্সিডিলসহ মিজানুর ও মমিনুর নামে দুজনকে আটক করে র‌্যাব। মাদক ব্যবসায়ীদের ফেন্সিডিলসহ অবস্থানের খবরে এ অভিযান চালানো হয়।

শিবগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক মনিরা খাতুন জানান, আটককৃতদের বৃহস্পতিবার শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সাহস২৪.কম/তানভীর/রিয়াজ