খালেদা জিয়ার জামিন প্রশ্নে রায় বুধবার

প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৪:১০

সাহস ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে বুধবার (১৬ মে) রায় ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার (১৫ মে) রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেলের শুনানি শেষে এ দিন ধার্য করা হয়।

দুপুর ১২টা ৫ মিনিটে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি শুরু করেন। বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা, আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মামলার বিষয় তুলে ধরেন। তারপর অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুরের আবেদন জানান।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আদালতে বলেন, মামলার যে তথ্য অ্যাটর্নি জেনারেল উপস্থাপন করেছেন সেগুলো আমরাও করেছি। এখন অ্যাটর্নি জেনারেল এগুলো বিস্তারিত তুলে ধরেছেন, এজন্য ওনাকে ধন্যবাদ। তারপর তিনি খালেদা জিয়ার কয়েকটি মামলার জামিন বিষয়ক রায় তুলে ধরেন।

এসব শুনে আদালত বুধবার এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেন।

আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদিন ফারুক ও বিএনপি নেতা খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রনি/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত