মিরপুর বেড়িবাঁধে বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ নিহত ৩

প্রকাশ | ১১ মে ২০১৮, ১৮:১১

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ শুক্রবার (১১ মে) বেলা দুইটার দিকে মিরপুর বেড়িবাঁধের গোলান চটবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন শিবলী সাদিক (৩২) ও ইয়াসিন আহমেদ (২৪)। নিহত আনুমানিক ৮ বছর বয়সী মেয়ে শিশুটির নাম-পরিচয় পাওয়া যায়নি। 

ঘটনাস্থল থেকে শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজ বলেন, কোনাবাড়ী পরিবহনের একটি বাস গাজীপুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে বেড়িবাঁধ থেকে মিরপুর-১ নম্বরের দিকে যাচ্ছিল লেগুনাটি। চটবাড়ি এলাকায় বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষের ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। 

পুলিশ সূত্রে জানা গেছে, তিনটি লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাহস২৪.কম/মশিউর