সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ | ০৬ মে ২০১৮, ১৫:১৫

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর বিশেষ অভিযানে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আন্তঃজেলা মহাসড়কের দুর্ধর্ষ ডাকাত ও ১৬টি মামলার আসামি আটক হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ কোরবান আলী (৩০) জেলার কামারখন্দ থানার কোনাবাড়ী এলাকার নুর মোহাম্মদের পুত্র।

সিরাজগঞ্জ র‌্যাব-১২ রবিবার (৬ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গ্রেপ্তারকৃত আসামি কোরবান আলী দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধু সেতু হতে বনপাড়া, হাটিকুমরুল রোড় হতে বগুড়া, হাটিকুমরুল রোড হতে পাবনা মহাসড়কে ডাকাতি, ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা, সিরাজগঞ্জ সদর থানা, কামারখন্দ থানা ও হাটিকুমরুল থানায় মোট ১৬টি মামলা রয়েছে।

রবিবার ভোররাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করে।

সাহস২৪.কম/রিয়াজ