নিখুঁত এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয় সালমানকে

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ১২:৪৭

সাহস ডেস্ক

নব্বইয়ের দশকের গোড়ার দিকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ও চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেননি বলে  দাবি করেছেন তার মা নীলা চৌধুরী। এই হত্যার আবারও বিচার চেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৬ এপ্রিল) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য ছিল। এদিন নীলা চৌধুরীর নেতৃত্বে সালমান শাহ’র ভক্তরা আদালতে মানববন্ধন করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা যেটা জানি তা হলো সালমান শাহ আত্মহত্যা করেননি। তাকে নিখুঁতভাবে এবং নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসী এ হত্যার বিচার চায়।

উল্লেখ্য, র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল না করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আগামী ২০ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর 'রহস্যজনক' ভাবে  মারা যান। এরপরে বাংলা চলচ্চিত্রের জগতে নেমে আসে এক  ঘোর অন্ধকার সময়। অকালে চলে যাওয়ায় ঢাকা চলচ্চিত্র একজন বড় নক্ষত্রকে হারায়।

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত