পরিচ্ছন্নতায় ঢাকাবাসীর রেকর্ড

প্রকাশ | ১৩ এপ্রিল ২০১৮, ১৪:০৫ | আপডেট: ১৩ এপ্রিল ২০১৮, ১৬:৩০

অনলাইন ডেস্ক

জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রতীকী পরিচ্ছন্নতার কর্মসূচি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় শহর পরিষ্কার করেছেন হাজার হাজার নাগরিক। ডিএসসিসি বলছে, প্রায় ১৫ হাজার লোক গণনার আওতায় এসেছে।

মাইকে ঘোষণা করা হয়, এই মুহূর্তে এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন ১৫ হাজার ৩০৪ জন। আর অল্প কিছুক্ষণের মধ্যে  আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।

আজ শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় নগর ভবন থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত এ প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।  এতে নগরীর সব শ্রেণি পেশার মানুষ রাস্তায় ঝাড়ু দেওয়ার মাধ্যমে শহর পরিচ্ছন্নতায় অংশ নেয়। কর্মসূচিতে ১৫ হাজার ৩ শত ১৩  জন নাগরিক অংশ নেন।

সকাল ৭টা থেকে এই কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়। এতে নিবন্ধন করেন ১৫ হাজার ৩১৩ জন। এই কর্মসূচির স্লোগান  ছিল, ডেটল পরিচ্ছন্ন ঢাকা।

এর আগে গত বছর ভারতে এ রকম একটি প্রতীকী পরিচ্ছন্নতার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ৫ হাজার ৫৮ জন। ভারতকে টপকে  বাংলাদেশ নতুন রেকর্ড গড়ল বলে জানিয়েছেন ডিএসসিসির মেয়র সাঈদ খোকন।