নির্ধারিত সময়ের আগেই খাতা নেওয়ার অভিযোগে পরীক্ষাকেন্দ্র ভাঙচুর

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৮, ১৭:৪৭

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পরীক্ষার খাতা নেবার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্র ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় পরীক্ষা শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের বাণিজ্য বিভাগের কিছু এইচএসসি পরীক্ষার্থী মহিলা কলেজ কেন্দ্রে ভাঙচুর করে বলে অভিযোগ করেছেন কেন্দ্র কর্তৃপক্ষ।

শহরের ভেতর অবস্থিত বড় এ পরীক্ষাকেন্দ্রে মাত্র একজন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

কেন্দ্রসচিব ও মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, পাশের সরকারি কলেজের শিক্ষার্থীরা এই কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার ফিনান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র পরীক্ষা চলাকালে তিন তলার ৩০৩নং হলরুমে কড়াকড়ি করেন দায়িত্বরত উদ্ভিদ বিদ্যা প্রভাষক কামরুন্নাহার। তিনি দেখা দেখি করে লেখার অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর খাতা কয়েক মিনিট করে কেড়ে রাখেন। এরই জেরে পরীক্ষা শেষে ওই রুমের শিক্ষার্থীরা ভাঙচুর শুরু করে।

পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা শুরুর প্রথম ৩০ মিনিটের নৈর্ব্যক্তিক অংশে পাঁচ মিনিট আগে খাতা নিয়ে নেওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর রহমান বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত