গোপালপুরে ইভটিজিংয়ের দায়ে এইচএসসি পরীক্ষার্থীর কারাদণ্ড

প্রকাশ : ২৮ মার্চ ২০১৮, ১৭:১৪

তপু আহম্মেদ

টাঙ্গাইলের গোপালপুরে ইভটিজিং করার অভিযোগে ফরহাদ হোসেন উজ্জল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে এ কারাদণ্ড দেওয়া হয়। উজ্জল পৌরশহরের সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের ছেলে ও গোপালপুর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, অনেকদিন ধরে সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে একদল বখাটে ছেলে ছাত্রীদের ইভটিজিং করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়। এর প্রতিকারে বুধবার সকাল দশটায় ছাত্রীরা ওই ফটক দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করার সময় ইভটিজিং করা কালে থানা পুলিশ হাতেনাতে উজ্জলকে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন বিদ্যালয় প্রাঙ্গণে সকল শিক্ষক-শিক্ষার্থীর সামনে উজ্জলকে এ সাজা প্রদান করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত