চাঁপাইনবাবগঞ্জে ৪ হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৩:৪৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপলনগর মোড় এলাকায় ৩৯৬৫ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারয়ানগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার দাপা এলাকার আবদুল মোত্তালিবের ছেলে রাকিব ইসলাম (৩১) ও একই উপজেলার বামারবাগ এলাকার আবদুল জলিলের ছেলে মারুফ হোসেন (২০)।

সোমবার সকালে একটি ট্রাক থেকে এ ফেন্সিডিল উদ্ধার হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপপরিচালক স্বাক্ষরিত এক প্রেসনোটে বলা হয়, ট্রাকে করে ঢাকায় ফেন্সিডিল পাচারের তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৮টায় চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় ওই ট্রাকের (ঢাকা মেট্রো ট ২০-০৭০৩) বডিতে অভিনব পদ্ধতিতে তৈরী ডাবল পাটাতনের নীচে লুকানো ফেন্সিডিলগুলি পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারে এই ট্রাক ব্যবহার করছে। এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিকেল পৌনে পাঁচটায় নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত