ভিওআইপি’র অবৈধ সরঞ্জামসহ আটক ৩

প্রকাশ : ০৭ মার্চ ২০১৮, ১৫:২৪

সাহস ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ভিওআইপি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ অবৈধ সামগ্রীসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-২।

মঙ্গলবার (০৬ মার্চ) রাতভর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৬), ওয়াসিফ হোসেন (২৬) ও নূর আলম মিয়া (২৭)।

এসময় তাদের কাছ থেকে বাংলালিংকের ৭০টি ও এয়ারটেলের ৫৫টি অনিবন্ধিত সিম, ১টি ল্যাপটপ, ১টি ইজয়েন সিম বক্স, ১টি পোর্ট ফাস্ট ইথারনেস্ট সুইচ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ২টি রাউটার, কিবোর্ড, মাউস, ৫টি মোবাইল ও ১টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফিরোজ কাওসার জানান, দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে ভিওআইপি ব্যবসা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত