হলি আর্টিজানে হামলা মামলার প্রতিবেদন ১০ এপ্রিল

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৮:২৯

সাহস ডেস্ক

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদনের জন্য আগামী ১০ এপ্রিল ধার্য করেছেন আদালত। 

৬ মার্চ (মঙ্গলবার) ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে এটি জমা না দেওয়ায় এই আদেশ দেওয়া হয়। 

আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রকিবুল ইসলাম বলেছেন, ‘মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল মঙ্গলবার। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক এটি জমা না দেওয়ায় আদালত নতুন দিন ধার্য করেন।’

মামলার অভিযোগ, ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায়। এ সময় জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। ওই রাতে তিন বাংলাদেশিসহ ২০ জনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। পরদিন ২ জুলাই সকালে হলি আর্টিজান বেকারিতে অভিযান চালায় যৌথবাহিনীর কমান্ডো। এতে নিহত হয় ছয় হামলাকারী। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। ৪ জুলাই নিহত পাঁচ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত