পাটুরিয়া-দৌলতদিয়ায় ৫শ’ ট্রাক পারাপারের অপেক্ষায়

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৪:০৬

সাহস ডেস্ক

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট সকালে থেকে দু’টি ঘাটে পারাপারের অপেক্ষায় লাইন বাড়ছে পণ্যবাহী ট্রাকের। রাজধানীসহ মধ্যাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যোগাযোগের ব্যস্ততম এই নৌরুটে অপেক্ষমান ট্রাকের লাইন দীর্ঘ হচ্ছে ফেরি সংকট ও জীর্ণ ফেরির কারণে। 

ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৬ মার্চ (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ট্রাক লাইনে রয়েছে।  

দৌলতদিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমীন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৫টি ফেরি রয়েছে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ২-৩টি ফেরি পাটুরিয়া ঘাট এলাকার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। একদিকে যানবাহনের তুলনায় ফেরি সংকট, অন্যদিকে আবার ফেরিগুলো দীর্ঘদিনের পুরনো হওয়ায় প্রায়ই ২-৩টি করে মেরামতে থাকে। যে কারণে ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষমান থাকে। 

পাটুরিয়া ফেরিঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট এলাকায় ২০ থেকে ৩০টি যাত্রীবাহী পরিবহন ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পদ্মা পার হওয়ার অপেক্ষায় রয়েছে। 

এ বিষয়ে ট্রাক চালকরা বলেন, সাধারণ ট্রাকওয়ালাদের ‍নিয়মিতই ভোগান্তিতে পড়তে হয়। পণ্য নিয়ে নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। আবার কখনো দিনের পর দিন। তবু এক্ষেত্রে যেন কারও মাথা ব্যথা নেই। 

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত