ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১২:৪৯

সাতক্ষীরা প্রতিনিধি

হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন শহরে বিক্ষোভ মিছিল ও সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আহবায়ক শরিফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, সংগঠনের যুগ্ম আহবায়ক অধ্যাপক আকবর হোসেন রাজু, মাসুদুর রহমান, রাশেদ হোসেন, আলি আকবর প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আমিনা বিলকিস ময়ন।

বক্তরা বলেন, ড. জাফর ইকবালের উপর হামলা কলে সন্ত্রাসীরা মুক্ত চিন্তার উপর হাত দিয়েছে। সন্ত্রাসীরা একের পর এক লেখক বুদ্ধিজীবীদের উপর হামলা করে কন্ঠ রোধ করতে চেয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত