চন্দ্রগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

প্রকাশ | ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় তৈরী অস্ত্র ও একটি পিকাপভ্যান উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো, সুমন (২৭), রুবেল হোসেন (২৪), আনোয়ার হোসেন প্রকাশ মাসুম (৩৫), রিপন (২৫), সায়েদ (২৫), মোস্তফা প্রকাশ রিপন (২২), শাওন চৌধুরী হৃদয় (২২) ও সবুজ (২৫)। তারা সবাই নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্ধা।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, চরশাহী ইউনিয়নে পূর্ব সৈয়দপুর এলাকার টক্কারপোল নামকস্থানে একদল ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার টহল পুলিশ ওই এলাকায় ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পিকাপভ্যান থেকে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করে।

সাহস২৪.কম/রিয়াজ