পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ লাইন

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৯

সাহস ডেস্ক

হঠাৎ করে ঘন কুয়াশায় দু’দফায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাত শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে বলে জানান উভয় ফেরিঘাট এলাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ভোর সোয়া ৬টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে একবার ফেরি চলাচল শুরু করার চেষ্টা করে আবার বন্ধ রাখা হয়। সকাল পৌনে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এর মধ্যে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যায়। 

পাটুরিয়া ফেরিঘাট এলাকা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, অপেক্ষমাণ যানবাহনের অধিকাংশ পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলোকে নৌরুট পারাপার করা হবে। এতে করে বিকেল পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ থাকবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত