লামায় র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৪

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:০৩

সাহস ডেস্ক

বান্দরবানের লামা উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ২৫টি অগ্নেয়াস্ত্র ও দুই হাজার ৩৭ রাউন্ড গুলি জব্দ করেছে র‌্যাব। এ সময় চারজনকে আটক করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটার গান রয়েছে।

ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুর্গম রোয়াজাপাড়া এলাকায় ১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে র‌্যাব এই অভিযান চালায়।

আটককৃতরা হলেন- ছাইলুং মারমা (৩৫), সুইচামং মারমা (৩৪), মেফা মারমা (৪১) ও ঐক্য মারমা (৪০)। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রোয়াজাপাড়া এলাকায় কক্সবাজারের র‌্যাব-৭ এর একটি টিম অভিযান চালায়। এ সময় এই এলাকা থেকে ২৫টি দেশি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটক করে। তবে অভিযানের পরপরই জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের নিয়ে কক্সবাজার চলে যায় র‌্যাবের দলটি।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, আমরা এখনই বিস্তারিত বলতে পারবো না। শিগগিরই সব তথ্য জানানো হবে। এ ব্যাপারে শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলন হবে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত