দ্রব্যমূল্য নিয়ে অসন্তোষ নেই: মতিয়া

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

সাহস ডেস্ক

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় মাত্রায় রয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে কারো মধ্যে কোনো অসন্তোষ নেই বলেও জানান তিনি।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনাবিষয়ক এক সংবাদ সম্মেলনে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘চালের দাম অবশ্যই কমেছে। তা না হলে ৩৯ টাকায় আমরা চাল কিনতে পারতাম না। কৃষক এবং ভোক্তার মধ্যে মধ্যসত্ত্বভোগী আগেও ছিল, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবে।’

দাম বৃদ্ধির কারণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ‘আগাম বন্যাসহ কয়েকটি কারণে চালসহ কয়েকটি পণ্যের দাম বেড়েছে। এখন আবার সেটা কমে সহনীয় মাত্রায় চলে এসেছে। এখন দেশে কোনো খাদ্য ঘাটতি বা সংকট নেই। দাম বৃদ্ধি নিয়ে কারো মধ্যে কোনো অসন্তোষ নেই।’

কৃষকদের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা দেওয়ার বিষয়ে মতিয়া চৌধুরী বলেন, ‘এবার ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা কৃষি প্রণোদনা প্রদান করা হচ্ছে। এটার উদ্দেশ্য হলো কৃষকদের  উৎসাহিত করা, আবাদের এলাকা বৃদ্ধি করা, ফলন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা এবং পতিত জমিগুলো আবাদের আওতায় আনা। বন্যা, জলাবদ্ধতা, ক্ষরা, লবণাক্ততা, শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তরাও এর আওতায় পড়বে। এ ছাড়া কৃষককে আধুনিক প্রযুক্তি ব্যবহারে অভ্যস্থ করে তোলাও কৃষি প্রণোদনা প্রদানের একটা কারণ।’

এ বছর কৃষি প্রণোদনার আওতায় সারা দেশে প্রায় দুই লাখ ৩৭ হাজার ১৮২ জন কৃষক থাকবে বলে জানান কৃষিমন্ত্রী। প্রত্যেকে এক বিঘা জমির জন্য এই প্রণোদনা পাবে বলেও জানান তিনি।

এ সময় সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত