‘প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার বাধ্যবাধকতা নেই’

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:১১

অনলাইন ডেস্ক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই। 

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে একটি কর্মশালা উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়নি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি আইনজীবীদের মধ্য থেকে যাকে ইচ্ছা প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে পারেন। সেখানে জ্যেষ্ঠতার কোনো বাধ্যবাধকতা নেই।