ছিনতাইচেষ্টায় ঢাবির ২ শিক্ষার্থী আটক

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:২১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০১৮, ১৮:৫৯

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বেসরকারি দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় আটক হয়েছেন বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থী। আটককৃত ঢাবির দুই ছাত্র হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ হোসেন ও উর্দু বিভাগের বিল্লাহ হোসেন। তারা দুজনই দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ঢাবির কলাভবনের সামনে ৩০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির বিভিন্ন দোকান থেকে টাকা সংগ্রহ শেষে প্রাণ কোম্পানির দুই কর্মকতা মো. রাসেল ও আবু বকর সবুজ রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে হিসাব-নিকাশ করছিলেন। এমন সময় মারুফ ও বিল্লালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রাসেল টাকা দিতে না চাওয়ায় বিল্লাল তার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এ সময় আবু বকর সবুজ চিৎকার করলে ঘটনাস্থলে লোকজন ছুটে আসে। এ সময় উপস্থিত লোকজনই বিল্লাল ও মারুফকে আটক করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল হোসেন জানান, রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আটক দুই শিক্ষার্থীকে তাদের হাতে তুলে দেওয়া হয়। এরা দুজনেই বর্তমানে থানাহাজতে আছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর