‘সত্য প্রকাশ করলে গুপ্তচরবৃত্তি হবে না’

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৮, ১৮:৩৮

অনলাইন ডেস্ক
৫৭ ধারা বিলুপ্ত করে ৩২ ধারায় এ আইনটি স্পষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 
 
৩০ জানুয়ারি (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন। 
 
তিনি বলেন, সাংবাদিকতার সঙ্গে আইনটির কোনও সম্পর্ক নেই।  
 
আইনমন্ত্রী বলেন, সাংবাদিকদের কেনো কারোরই যতক্ষণ পর্যন্ত না সংজ্ঞায়িত অপরাধগুলো না করবে ততক্ষণ তাকে কোনো মতে এই আইনের আওতায় আনা যাবে না।
 
তিনি আরও বলেন, আপনি যদি কোনো অবৈধ কোনো জিনিস ছাপিয়ে দেন, যে সে চুরি করছে সেটা কখনই অপরাধ নয়। কোনো বইতে নাই সে অপরাধ নয়। আর সেটা যদি কম্পিউটারে অবৈধ কিছু থাকলে সেটা প্রকাশ করাও অপরাধ নয়।'
 
সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর